***আমাদের প্রচলিত ইসলামে সংগীত শ্রবণ ও পরিবেশনকে একশ্রেণীর আলেম উলামাগণ হারাম এবং গোনাহের কাজ বলিয়া পূর্ব কাল হইতে ফতোয়া দিয়ে আসছেন। স্পষ্ট করে কোরানুল কারিমে এই বিষয়ে কোন নিষেধ নাই। পবিত্র কোরানুল কারিমের একটিমাত্র আয়াত (সুরা লোকমানের একমাত্র ৬নং আয়াতের)-এর অপব্যখ্যা করা হয়ে থাকে।
https://www.youtube.com/watch?v=IUW50xNEWjU
ReplyDelete